প্রশ্ন
আমি দশ বছর পূর্বে বিবাহ করি। কিন্তু এই দশ বছরে আমাদের কোনো সন্তান হয়নি। তাই আমরা চাচ্ছি টেস্টটিউব পদ্ধতিতে বেবি গ্রহণ করব। অর্থাৎ আমার শুক্রাণু এবং অন্য এক মহিলার ডিম্বাণু নিয়ে তৃতীয় আরেক মহিলার জরায়ুতে প্রবেশ করানো হবে। আমি জানতে চাচ্ছি, এ পদ্ধতির ব্যাপারে ইসলাম কী বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
টেস্টটিউবের কোনো কোনো পদ্ধতি বৈধ হলেও উল্লিখিত পদ্ধতিটি বৈধ নয়। এর মাধ্যমে বংশপরিক্রমায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরপুরুষের বীর্য পরনারীর জরায়ুতে প্রবেশ করানোয় জিনার সাদৃশ্য হয়। তাছাড়া হাদিস শরিফে এসেছে-
لا يحل لامرئ يؤمن بالله واليوم الآخر أن يسقى ماءه زرع غيره
রুআইফি ইবনে সাবেত (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ এবং কেয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে তার জন্য নিজের পানি (বীর্য) দিয়ে অপরের ক্ষেত সেচ করা বৈধ নয়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১১৩১]
আল ইসলাম ওয়াততিব্বুল হাদিস, পৃ. ২৫৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم