প্রশ্ন
আমি শুনেছি, মু’তাযিলা নামে একটি সম্প্রদায় আছে। এরা কারা? এদেরকে মু’তাযিলা কেন বলা হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মু’তাযিলা শব্দটি ই’তিযাল থেকে নির্গত, যার অর্থ হলো- পৃথক হয়ে যাওয়া। এই সম্প্রদায় আহলে সুন্নত ওয়াল জামাত থেকে পৃথক হয়ে গেছে বলে তাদেরকে মু’তাযিলা বলা হয়।
আল্লামা শাহরাস্তানী (রহ.) এর কারণ লেখেন, একবার হাসান বসরী (রহ.) এর মজলিসে এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল, হে দ্বীনের ইমাম, আমাদের কাছে একদল লোকের আবির্ভাব ঘটেছে যারা বলে, কবিরা গুনাহ করা মানে কুফরি করা। কেউ কবিরা গুনাহ করলে সে ইসলাম থেকে বের হয়ে যায়। আর আরেকটি দল কবিরা গুনাহকারীর ক্ষমার প্রত্যাশী। তারা বলে, কবিরা গুনাহ করলেও তার ঈমান থাকে। এখন আমরা কোন মতের অনুসরণ করব? হাসান বসরী (রহ.) চিন্তা করতে লাগলেন। তিনি জবাব দেওয়ার আগেই ওয়াসেল ইবনে আতা নামে জনৈক ব্যক্তি বলে উঠে, সে মুমিনও না, কাফেরও না। তার স্থান হলো, ঈমান ও কুফরির মাঝখানে। এ কথা বলে সে মজলিস থেকে উঠে চলে যায় এবং তার এ মতবাদ প্রচার করতে থাকে। এরপর হাসান বসরী বলেন, اعتزل عنا واصل (ওয়াসেল আমাদের থেকে পৃথক হয়ে গেছে)। এরপর থেকেই ওয়াসেল ও তার অনুসারীদের নাম মু’তাযিলা হিসেবে প্রসিদ্ধ হয়ে যায়।
আল মিলাল ওয়ান নিহাল, পৃ. ৫২; আল ইতিকাদুল ইসলামিয়া ওয়াল ফিরাকুল বাতিলা. পৃ. ২৭৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم