প্রশ্ন
২১ ফেব্রুয়ারি শহিদ মিনারে ফুল দেওয়ার যে প্রচলন, ইসলামি শরিয়ত তা কতটুকু সমর্থন করে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া মূলত মূর্তিপূজার সাথে সাদৃশ্যপূর্ণ। এগুলো বিজাতীয় সংস্কৃতি। এসকল কর্মকাণ্ড না রাসূল (সা.) এর যুগে ছিল, না সাহাবায়ে কেরামের যুগে। অথচ কুরআন মাজিদে রাসূল (সা.) এর অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। তাই ২১ ফেব্রুয়ারি শহিদ মিনারে ফুল দেওয়া বৈধ হবে না। মুসলমানদের এসকল অহেতুক মনগড়া কর্মকাণ্ড বর্জন করা একান্ত অপরিহার্য।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
‘অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।’ [সূরা আহযাব, আয়াত: ২১]
অন্যত্র ইরশাদ হচ্ছে,
قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ
‘বল, তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর।’ [সূরা নুর, আয়াত: ৫৪]
হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
‘হযরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত। রাসূল (সা.) ইরশাদ করেছেন- যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১]
‘উমর (রা.) এর খেলাফতকালে তাকে সংবাদ দেওয়া হলো যে, কতিপয় মানুষ ঐ বৃক্ষের উদ্দেশ্যে যাতায়াত করে যে বৃক্ষের নিচে সাহাবিগণ রাসূল (সা.) এর হাতে বায়আত করেছিলেন। অতঃপর তিনি ঐ বৃক্ষকে কেটে ফেলার নির্দেশ দিলেন ‘ [ফাতহুল বারী, ৭/৪৪৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم