প্রশ্ন
এক মুভির নায়ক পূর্বের কৃতকর্ম থেকে খাঁটি মনে তওবা করেছে। এখন তার পূর্বের মুভিগুলো দেখে কেউ যদি পাপকার্যে লিপ্ত হয়, তাহলে কি গুনাহের একটি অংশ তার ভাগেও আসবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিসে এসেছে যে, কেউ মন্দ কর্ম চালু করলে পরবর্তীতে যারা তার উপর আমল করবে তাদের সমপরিমাণ গুনাহ তার আমল নামায়ও লিখে দেওয়া হবে। তবে সেই ভাই যেহেতু খাঁটি মনে তওবা করেছে, তাই তার জন্য উচিত যথা সম্ভব সেই ছবিগুলো বন্ধ করে দেওয়া। তবে সে যদি চেষ্টা করার পরও বন্ধ করতে সক্ষম না হয়, তাহলে আশা করা যায় পরবর্তীতে কেউ তা দেখে গুনাহ করলে তার গুনাহ হবে না।
রাসূল (সা.) ইরশাদ করেছেন,
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ مَنْ سَنَّ فِي الإِسْلاَمِ سُنَّةً حَسَنَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا وَلاَ يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَىْءٌ وَمَنْ سَنَّ فِي الإِسْلاَمِ سُنَّةً سَيِّئَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كُتِبَ عَلَيْهِ مِثْلُ وِزْرِ مَنْ عَمِلَ بِهَا وَلاَ يَنْقُصُ مِنْ أَوْزَارِهِمْ شَىْءٌ ”
‘রাসূল (সা.) বললেন, যে ব্যক্তি ইসলামে কোনো ভাল রীতির প্রচলন করবে এবং পরবর্তীকালে সে অনুযায়ী আমল করা হয় তাহলে আমলকারীর সওয়াবের সমপরিমাণ সওয়াব তার জন্য লিপিবদ্ধ করা হবে। এতে তাদের সওয়াবের কোন রূপ ঘাটতি হবে না। আর যে ব্যক্তি ইসলামে কোন কুরীতির (মন্দ কাজের) প্রচলন করবে এবং তারপরে সে অনুযায়ী আমল করা হয় তাহলে ঐ আমলকারীর মন্দ ফলের সমপরিমাণ গুনাহ তার জন্য লিপিবদ্ধ করা হবে। এতে তাদের গুনাহ কিছুমাত্র হ্রাস হবে না।’ [সহিহ মুসলিম, হাদিস: ৬৫৫৬]
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ
‘অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় কর।’ [সূরা তাগাবুন, আয়াত: ১৬]
অন্যত্র ইরশাদ হচ্ছে,
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
‘আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না।’ [সূরা বাকারা, আয়াত: ২৮৬]
রাসূল (সা.) বলেছেন,
التَّائِبُ مِنَ الذَّنْبِ، كَمَنْ لَا ذَنْبَ لَهُ
‘গোনাহ থেকে তওবাকারী এমন, যেন সে গোনাহ করেইনি।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৪২৫০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم