প্রশ্ন
বর্তমানে বিভিন্ন দেশে এমনকি খোদ বাংলাদেশেও ইসলামের নাম দিয়ে জঙ্গি হামলা হচ্ছে। বহু মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। আমার জানার বিষয় হল, ইসলাম কি এজাতীয় হত্যাকাণ্ডকে সমর্থন করে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা ইসলাম সমর্থন করে না। চাই সে মুসলিম হোক বা অমুসলিম হোক। সুতরাং ইসলামের নাম নিয়ে বর্তমানে যে জঙ্গি হামলাগুলো সংঘটিত তা কিছুতেই ইসলাম সমর্থিত নয়।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
مِنْ اَجْلِ ذٰلِكَ كَتَبْنَا عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًۢا بِغَیْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِی الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِیْعًا وَ مَنْ اَحْیَاهَا فَكَاَنَّمَاۤ اَحْیَا النَّاسَ جَمِیْعًا وَ لَقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَیِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِیْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰلِكَ فِی الْاَرْضِ لَمُسْرِفُوْنَ
‘এ কারণেই আমি বনী ইসরাঈলের প্রতি ফরমান লিখে দিয়েছিলাম, কেউ যদি কাউকে হত্যা করে এবং তা অন্য কাউকে হত্যা করার কারণে কিংবা পৃথিবীতে অশান্তি বিস্তারের কারণে না হয় তবে সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। আর যে ব্যক্তি কারও প্রাণ রক্ষা করে, সে যেন সমস্ত মানুষের প্রাণ রক্ষা করল। বস্তুত আমার রাসূলগণ তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছে, কিন্তু তারপরও তাদের মধ্যে বহু লোক পৃথিবীতে সীমালংঘনই করে যেতে থাকে।’ [সূরা মায়িদা, আয়াত: ৩২]
অন্যত্র ইরশাদ হচ্ছে,
وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِیْ حَرَّمَ اللهُ اِلَّا بِالْحَقِّ
‘আর আল্লাহ যে প্রাণকে হত্যা করা হারাম করেছেন তাকে যথার্থ কারণ ছাড়া হত্যা করো না।’[সূরা আনআম, আয়াত: ১৫১]
রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث : رجل زنى بعد إحصانه فعليه الرجم، أو قتل عمدا فعليه القَوَد، أو أرتد بعد إسلامه فعليه القتل
‘তিন কারণের কোনো একটি ব্যতীত কোনো মুসলিমের রক্ত হালাল হয় না; যদি বিবাহিত ব্যক্তি যিনা করে তবে তাকে প্রস্তর নিক্ষেপ করে হত্যা করা হবে অথবা যে ইচ্ছাকৃত কাউকে হত্যা করে তাকে হত্যার বদলে হত্যা করা হবে অথবা যে ইসলাম গ্রহণ করার পর মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করতে হবে।’ [মুসনাদে আহমাদ, হাদিস ৪৫২ ও ৪৩৭; সহিহ বুখারি, হাদিস ৬৮৭৮; সহিহ মুসলিম, হাদিস: ১৬৭৬]
তবে এখানে উল্লেখ্য, বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে ইয়াহুদী-খ্রিস্টানদের ষড়যন্ত্রের অংশ হিসেবে বর্তমান বিশ্বমিডিয়া মুসলিম মুজাহিদদের জেহাদকেও জঙ্গী হামলা হিসেবে উপস্থাপন করে। অথচ অন্যায়ভাবে মানুষ হত্যা করা হলো সন্ত্রাস আর জেহাদ হলো ইবাদত। সুতরাং দুটোকে এক করে দেখার সুযোগ নেই।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم