প্রশ্ন
সূর্যগ্রহণের সময় কি কোনো নামাজ পড়তে হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
চন্দ্র ও সূর্যগ্রহণ আল্লাহ তাআলার নিদর্শনসমূহের মধ্যে অন্যতম। চন্দ্র ও সূর্যগ্রহণের সময় দুই রাকাত নামাজ পড়ার বিধান রয়েছে।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ مِنَ النَّاسِ؛ وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَ ا، فَقُومُوا، فَصَلُّوا
‘চন্দ্র এবং সূর্য কোনো মানুষের মৃত্যুতে গ্রহণ হয় না। বরং এ দুটি আল্লাহ তাআলার নিদর্শন। সুতরাং তোমরা যখন তা দেখবে তখন নামাজ পড়বে।’ [সহিহ বুখারি, হাদিস: ১০৪১]
অন্য হাদিসে রয়েছে-
عن أبي بكرة قال :كنا عند النبي صلى الله عليه و سلم فانكسفت الشمس فقام إلى المسجد يجر رداءه من العجلة فقام إليه الناس فصلى ركعتين كما تصلون
আবু বাকরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল (সা.) এর নিকট অবস্থান করছিলাম। এমতাবস্থায় সূর্যগ্রহণ হলো। তখন রাসূল (সা.) চাদর টানতে টানতে দ্রুত মসজিদে ছুটে গেলেন। তখন তার নিকট লোকেরা জড়ো হয়ে গেল। অতঃপর তিনি দুই রাকাত নামাজ পড়লেন যেভাবে তোমরা নামাজ পড়। [সুনানে নাসায়ী, হাদিস: ৫০০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم