প্রশ্ন
অনেককে দেখি, সকাল–সন্ধ্যায় ‘আল্লাহুম্মা আজিরনী মিনান নার’– এই দোয়াটি পড়েন। এই দোয়ার ফযিলত কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নে উল্লিখিত দোয়াটি পড়ার অনেক ফযিলত রয়েছে। কেউ যদি সকাল-সন্ধ্যায় উল্লিখিত দোয়া পড়ে এবং ঐদিন মৃত্যু বরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। হাদিস শরিফে এসেছে-
قال لي النبي صلى الله عليه و سلم: إذا صليت الصبح فقل قبل أن تتكلم اللهم أجرني من النار سبع مرات فإنك ان مت من يومك ذلك كتب الله لك جوارا من النار فإذا صليت المغرب فقل قبل ان تتكلم اللهم أجرني من النار سبع مرات فإنك ان مت من ليلتك كتب الله لك جوارا من النار
নবী কারিম (সা.) বলেন, ‘তুমি যখন ফজরের নামাজ পড়বে তখন কথা বলার পূর্বেই ‘আল্লাহুম্মা আজিরনী মিনান নার’ -এই দোয়াটি সাত বার পড়বে। তুমি যদি সেদিন মৃত্যু বরণ কর তাহলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আর যখন মাগরিবের নামাজ পড়বে তখনও কথা বলার পূর্বে সাত বার ‘আল্লাহুম্মা আজিরনী মিনান নার’ -দোয়াটি পড়বে। যদি সে রাতে মৃত্যু বরণ কর তাহলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৯৯৩৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم