মাদকের ছোবল থেকে বাঁচতে হলে মানতে হবে কুরআনী পয়গাম। তৃতীয় হিজরিতে অহুদ যুদ্ধের পর সকল ধরণের মাদকতা হারাম হয়।পবিত্র কুরআনে এ মদ হারাম হয় ধারাবাহিকভাবে- চার স্তরে। সকল ধরণের মাদকতা হারাম হওয়ার চার স্তর নিম্নরূপ—
১-যে সকল উপাদান থেকে নেশা জাতীয় দ্রব্য ও খাদ্যবস্তু উভয়ই পাওয়া যায় তার বিবরণ।(সূরা নাহল:৬৭)
২-মাদকতা হারাম হওয়ার ব্যাপারে আল্লাহ তা’য়ালা কতৃক সাধারন নসীহত যে, মাদকতায় একটু উপকার থাকলেও ক্ষতি অনেক বেশী।-বাকারাহ-২১৯
৩-মদ্যপ বা নেশাগ্রস্থাবস্থায় নামাজ, ইবাদাত ও কোন আচার অনুষঠানে না যাওয়ার নির্দেশ।-সূরা নিসা-৩৩ [ আজকের দৈনিক আমাদের সময় দেখুন: আমেরিকার সূপ্রীমকোর্টের বিচারপতি ব্রেচ কাভানার বিরুদ্ধে প্রফেসর ব্লাসে ফোর্ড যৌন হয়রানীর অভিযোগ দিয়ে বললেন ১৯৮২ সালে ওয়াসিংটনের রাতে এক অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় বিচারপতি ব্রেচ কাভানা তাকে বিবস্ত্র করেণ!!] বিচারপতি র এ অবস্থা তাহলে মাদকতায় সাধারণের কি পরিণতি!?
৪-মাদকদ্রব্য-নেশা বড় পাপ-শয়তানের কাজ।ইহা হারাম। এর পাশেও েযাওয়া যাবে না।- সূরা মায়িদা-৯০-৯১
মহান আল্লাহ চার স্তরে মদ, নেশাদ্রব্য হারাম করে দুনিয়াবাসীকে সতর্ক করলেও- ইসলামের দুশমনেরাও চার স্তরে কৌশলে মুসলিম সমাজে তা ঢুকিয়ে দিচ্ছে। বিভিন্ন চকলেট,দুধ সাপ্লাই এর প্রথমে কৌশল দেখুন-
১-Medicin,2-pig fat,3-Animal fat,4- E code
বিজ্ঞানী ড: এম আমজাদ খান কর্তৃক প্রচারিত উক্ত তালিকায় শুকরের চর্বি থেকে প্রস্তুত E-Codes এর তালিকা নিম্নরুপ:
E100, E110, E120, E 140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904. I
উক্ত তালিকায় উল্লেখিত E-Codes গুলোর বেশ ক’টি আমাদের দেশে প্রাত্যহিক ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত জনপ্রিয় খাদ্যতালিকায় উপস্থিত দেখতে পাওয়া যায়। তার দু‘একটা নমুণা দেখুন, যেমন; নিচে উল্লেখিত তালিকায় খাদ্য দ্রব্যের নামের পাশে তাতে ব্যবহৃত E-Codes ও তুলে দেয়া হলো:
1 Cadburrys chocolate – E476, 2 Igloo Ice Cream -E471,E433, 3 Baskin Robbins Ice Cream E471, 4 Foster Clarks Custard Powder-E110
5 Fadeco Ice Cream-E471, 6 Nova Chewing Gum -E422, 7 Demah Fresh -E422, 8 Big Babool Chewing Gu