প্রশ্ন
উলুমুল হাদিস মানে কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উলুমুল হাদিস একটি আরবি পরিভাষা, যা দুটি শব্দ যোগে গঠিত হয়েছে। একটি হলো) علوم উলুম(। আর অপরটি হলোحديث (হাদিস)।
علوم (উলুম) শব্দটি বহুবচন। এর একবচন হলোعلم (ইলম))। যার অর্থ জ্ঞান, শাস্ত্র ইত্যাদি। আর হাদিস শব্দটির অর্থ বাণী, সংবাদ, নতুন ইত্যাদি। সুতরাং বলা যায় ইলমুল হাদিস অর্থ হাদিসের জ্ঞান বা হাদিস শাস্ত্র।
আর পরিভাষায় উলুমুল হাদিস বলা হয়
معرفة ما أضيف إلى رسول الله صلى الله عليه وسلم أو إلى صحابي أو إلى من دونه ممن يقتدى بهم في الدين قولا أو فعلا أو صفة أو تقريرا
‘রাসূল (সা.) এর বাণী, কর্ম, অনুমোদন ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা। তেমনিভাবে কোনো সাহাবী বা তার পরবর্তী এমন কারও বাণী সম্পর্কে জ্ঞান লাভ করা, দ্বীনের ব্যাপারে যার অনুসরণ করা হয়।’
আলওয়াজিয, পৃ. ৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم