প্রশ্ন
মকতবে যে কালেমায়ে তামজীদ শেখানো হয় সেটি কি কুরআন–হাদিসে বর্ণিত হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, আমাদের দেশে শিশুদেরকে মকতবে কালেমায়ে তামজীদ নামে যে কালেমাটি শেখানো হয় তা হুবহু হাদিসের বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে।
মকতবে কালেমায়ে তামজীদ নামে যে কালেমাটি শেখানো হয় তা হলো,
سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’
হাদিসের প্রসিদ্ধ কিতাব আবু দাউদ, হাদিস: ৮৩২; সুনানে নাসায়ী ১/১০৭; সহিহ ইবনে হিব্বান ৫/১১৭; মুসনাদে আহমাদ ৪/৩৫৬ প্রভৃতি গ্রন্থে উল্লিখিত কালেমায়ে তামজীদ বর্ণিত হয়েছে।
তবে এখানে স্মরণ রাখতে হবে যে, উল্লিখিত কালেমাটি যদিও বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে তবে হাদিস বা হাদিসের গ্রন্থসমূহে এটিকে ‘কালেমায়ে তামজীদ’ নামে উল্লেখ করা হয়নি। বরং এই নামে পরবর্তীতে কোনো আলেম নামকরণ করেছেন।
আর এই নামকরণে কোনো সমস্যাও নেই। কারণ তামজীদ অর্থ বড়ত্ব ও মহত্ত্ব প্রকাশ করা। আর বিভিন্ন হাদিসে তাসবীহ-তাহলীলকে আল্লাহর বড়ত্ব ও মহত্ত্ব প্রকাশক হিসেবে উল্লেখ করা হয়েছে।
মুসনাদে আহমাদ ৪/২৬৮ মিরকাত ৫/৫৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم