প্রশ্ন
আমার ছেলের চার বছর। আমি প্রতি বছর তার জন্মদিন পালন করে আসছি। তার বয়স হিসেবে প্রতি বছর মোমবাতি জ্বালিয়ে তা নেভাচ্ছি। কেক কেটে আনন্দ-ফুর্তি করছি। কিন্তু কিছু দিন আগে আমার এক বান্ধবী বলল, ইসলামে জন্মদিন পালন করা বৈধ নয়। তাই আপনাদের কাছে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে। নিজস্ব স্বকীয়তা ও সংস্কৃতি রয়েছে।
জন্মদিন বা হ্যাপি বার্থ ডে পালন করা, মোমবাতি জ্বালানো ইসলামী সংস্কৃতির অংশ নয়। রাসূল (সা.), সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবে-তাবেয়ীন কেউই নিজেদের কিংবা অন্য কারও জন্মদিন পালন করেননি এবং এ ধরনের কোনো অনুষ্ঠান করেননি। এগুলো মূলত বিজাতীয় সংস্কৃতির অংশ।
আর হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
عن ابن عمر قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم
‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত।’ [সুনানে আবু দাউদ ২/৫৫৯]
তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে এবং অতীতের কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم