ড. খলিলুর রহমান মাদানী

ড. খলিলুর রহমান মাদানী

ড. খলিলুর রহমান মাদানী

ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী (Dr.Khalilur Rahman-الدكتور محمد خليل الرحمن) বাংলাদেশের একজন সুপরিচিত মুসলিম স্কলার।


তিনি একাধারে একজন গবেষক, লেখক, শিক্ষক, ইসলামী আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি রেডিও ও টেলিভিশনের অনেকগুলো চ্যানেলের পাশাপাশি বিভিন্ন মিডিয়াতে ইসলাম ও জীবনঘনিষ্ঠ বিষয়ে আলোচনা করে থাকেন।


তাঁর লেখা ৩০টি মৌলিক বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি দেশ ও বিদেশে নানা ধরনের আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন।


তিনি দেশ ও মুসলিম উম্মাহর ঐক্য প্রচেষ্টা জোরদার, ইসলামী মূল্যবোধ ও বিধি-বিধানের ব্যক্তি ও সামাজিক অনুশীলণের নানামুখি প্রচেষ্টা বৃদ্ধি, দেশে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা অক্ষুন্ন রাখা, দুর্নীতি ও অপরাধমুক্ত সমাজ বিনির্মান এবং জঙ্গীবাদের বিরুদ্ধে তৎপরতা ইত্যাদি ক্ষেত্রে ধারাবাহিকভাবে জোরালো ভূমিকা রাখছেন।

সংবাদ

ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে আর রেজিস্ট্রেশন নয়: সরাসরি নবম শ্রেণিতেই মাদ্রাসা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন

শিক্ষা_মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এখন থেকে ৬ষ্ট ও ৮ম শ্রেনীতে আর রেজিস্ট্রেশন হবে না । সরাসরি ৯ম শ্রেণীতেই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ পূর্বের ন্যায়।

সংবাদ

বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

এনটিআরসি এর "পরীক্ষা পদ্ধতি যুগোপযোগীকরণ এবং বিদ্যমান চ্যানেল মোকাবেলায় করণীয় নির্ধারণ" শীর্ষক দিনব্যাপী ক…

এনটিআরসি এর "পরীক্ষা পদ্ধতি যুগোপযোগীকরণ এবং বিদ্যমান চ্যানেল মোকাবেলায় করণীয় নির্ধারণ" শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এনটিআরসি কর্তৃপক্ষের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ডিজি,মাউশি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়,মাদ্রাসা বোর্ডের শীর্ষ কর্মকর্তা বৃন্দ তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা মেইন ক্যাম্পাস ও ভিকারুননিসার অধ্যক্ষ মহোদদেয়ের আজকের এ কর্মশালায় জাতীয় স্বার্থে দক্ষ,যোগ্য,পারদর্শী বিষয় শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়ন হচ্ছে।

সংবাদ

বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

গুরুতর অসুস্থ আমিরে জামায়াত, বাইপাস অপারেশনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা

আজ সকালে তিনি বিদেশে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ছাত্রদের উদ্দেশ্যে দেড় ঘন্টারও বেশি সময় ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। দীর্ঘ এই বক্তৃতার সময় তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেলেও, সেখান থেকে সরাসরি তিনি হাসপাতালে যান। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার বাইপাস অপারেশনের প্রস্তুতি চলছে। জামায়াতের পক্ষ থেকে আমিরের দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

সংবাদ

বুধবার, ৩০ জুলাই, ২০২৫