প্রশ্ন
আমার কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে। মাদরাসার মসজিদে নামায আদায় করার সুবাদে কয়েকজন মাদরাসার ছাত্রের সাথে আমার পরিচয় হয়েছে। কথা প্রসঙ্গে তাদের কাছ থেকে জানতে পারলাম, বর্তমানে মাদরাসার পাঠ্যপুস্তকগুলোর দাম অনেক বেশি। তাই অনেকে কিতাব ক্রয় করতে পারে না। তো আমি চাচ্ছি আমার উক্ত যাকাতের টাকা দিয়ে প্রয়োজনীয় কিছু কিতাব কিনে গরীব মেধাবী ছাত্রদের দিব। জানতে চাচ্ছি, এভাবে কিতাব কিনে দেওয়ার দ্বারা আমার যাকাত আদায় হবে কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, যাকাতের টাকা দিয়ে কিতাব ক্রয় করে গরীব ছাত্র, যাদের প্রয়োজন আছে তাদেরকে দিয়ে দিলে যাকাত আদায় হয়ে যাবে। এবং এতে দ্বীনী কাজে সহায়তার সওয়াবও পাওয়া যাবে। তবে কোনো পাঠাগার বা প্রতিষ্ঠানে যাকাতের টাকা দিয়ে কিতাব কিনে দেয়া যাবে না।
-আল মাবসূত, সারাখসী ২/১৫৬; ফাতহুল কাদীর ২/১৪৪; বাদায়েউস সানায়ে ২/১৪৬; আলবাহরুর রায়েক ২/২২১; তাবয়ীনুল হাকায়েক ২/৫৮; আদ্দুররুল মুখতার ২/২৫৭, ২৮৫, ২৯৭, ৩৪৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم