প্রশ্ন
গত বছর আমি হজ্বে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করি। মাহরাম হিসেবে আমার বড় ভাই আমার সাথে থাকবে। তো ফ্লাইটের কয়েকদিন আগে আমার স্বামী ইন্তেকাল করে। তখন অনেকেই আমাকে হজ্বে না গিয়ে বাড়িতে থেকে ইদ্দত পালন করতে বলে। আমি তাদের কথা না শুনে নির্দিষ্ট তারিখে হজ্বের সফরে চলে যাই। জানার বিষয় হল, এভাবে ইদ্দতের ভেতর হজ্ব করা কি আমার জন্য ঠিক হয়েছে? আর আমার হজ্ব কি আদায় হয়েছে? জানালে উপকৃত হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে ইদ্দত পালন করা আপনার ওয়াজিব ছিল। তাই ইদ্দতের ভেতর হজ্ব করার কারণে আপনার গুনাহ হয়েছে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَ الَّذِیْنَ یُتَوَفَّوْنَ مِنْكُمْ وَ یَذَرُوْنَ اَزْوَاجًا یَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّ عَشْرًا
তোমাদের মধ্যে যারা মারা যায় ও স্ত্রী রেখে যায় তাদের সে স্ত্রীগণ নিজেদেরকে চার মাস দশ দিন প্রতীক্ষায় রাখবে। (সূরা বাকারা, আয়াত: ২৩৪)
অবশ্য গুনাহ হলেও আপনার হজ্ব আদায় হয়ে গেছে।
প্রকাশ থাকে যে, শরীয়তের হুকুম মেনে নিয়ে এ বছর যদি ইদ্দত পালন করতেন আর হজ্ব পরের বছর পালন করতেন তাহলে দুটি হুকুমই পালন করা হতো। দ্বীনী বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে কোনো বিজ্ঞ আলেম থেকে জেনে নেওয়া আবশ্যক। অন্যথায় ভুল হয়ে যাওয়ার আশংকা থাকে।
-জামে তিরমিযী, হাদিস: ১৩০৪; মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১৪৮৬৫; বাদায়েউস সানায়ে ২/৩০১; মাবসূত, সারাখসী ৪/১১১; গুনয়াতুন নাসিক পৃ. ২৯; রদ্দুল মুহতার ২/৪৬৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم