প্রশ্ন
আমার নানু বাড়ির সবাই দ্বীনি পরিবেশে বড় হয়েছে। তো আমার ছোট খালার বিয়ে হয় জেনারেল শিক্ষিত এক ফ্যামিলিতে। তাদের মধ্যে সামান্য পরিমাণও ধার্মিকতা নেই। তাছাড়া তাদের ঘরোয়া পরিবেশও ততো ভালো নয়। খালাকে তারা দ্বীন থেকে সরে আসতে বাধ্য করে; এমনকি বোরখা পর্যন্ত পরতে দেয় না। একারণে বড় মামা খালাকে ছাড়িয়ে আনার সিদ্ধান্ত নেন। এবং খোলা তালাক করান। কিন্তু সমস্যা দেখা যায় খালার দু‘বছরের ছেলেকে নিয়ে। শ্বশুর বাড়ির লোকেরা জোর করে তাকে নিয়ে যায়। আমরা কয়েক বছরের জন্য রাখতে চাইলেও তারা সম্মত হয় না। এখন আমরা জানতে চাই, ইসলামের দৃষ্টিতে এই ছেলের উপর বেশি অধিকার কার? মায়ের না বাবার? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে ছেলের সাত বছর পূর্ণ হওয়া পর্যন্ত তার মা তাকে লালন পালনের জন্য নিজের কাছে রাখতে পারবে। মার সম্মতি ছাড়া ছেলেকে নিয়ে যেতে পারবে না। তবে ঐ ছেলের মাহরাম নয় এমন কারো সাথে যদি মহিলার বিয়ে হয়ে যায় তাহলে মহিলা এই সন্তানকে তার লালন-পালনে রাখার অধিকার রাখবে না।
হাদিস শরিফে এসেছে, নবীজী (সা.) তালাকপ্রাপ্ত এক নারীকে লক্ষ্য করে বলেন,
أَنْتِ أَحَقُّ بِهِ مَا لَمْ تَنْكِحِي.
তুমি ছেলের ব্যাপারে অধিক হকদার অন্যত্র বিয়ে করা পর্যন্ত। (সুনানে আবু দাউদ, হাদিস: ২২৭৬)
-তাবয়ীনুল হাকায়েক ৩/২৯৫; আলজামেউস সগীর পৃ. ১২৭; আলবাহরুর রায়েক ৪/১৬৯; রদ্দুল মুহতার ৩/৫৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم