প্রশ্ন
গত বছর মাদরাসার মাহফিলের পোস্টার ছাপানোর জন্য একটি ছাপার দোকানে যোগাযোগ করি। দরদামের পর চার কালারের ৫০০ পোস্টার বাবদ ২৫০০ টাকা নির্ধারিত হয় এবং সে মতে কাজ সম্পন্ন হয়। কিছুদিন আগে ভিন্ন একটি কাজে তার দোকানে গেলে সে আমাকে বলে যে, ঐ সময় তার ভুল হয়েছিল। এজন্য তার ৮০০ টাকা লস হয়েছে। তাই সে আমাকে ঐ ৮০০ টাকা দিতে অনুরোধ জানায়। এদিকে আমাদের মাহফিলের কার্যক্রম শেষ এবং এর টাকাও অবশিষ্ট নেই। বরং কিছু টাকা এখনো ঋণ আছে। এমতাবস্থায় আমার জন্য তার টাকা পরিশোধ করা কি আবশ্যক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি দোকানদারকে অতিরিক্ত ৮০০ টাকা দিতে বাধ্য নন। তবে বাস্তবেই যদি লোকটি ভুল হিসাব করে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়, তাহলে সম্ভব হলে তাকে ঐ টাকা প্রদান করা উত্তম হবে।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ২৩২৮; মাজমুআতু রাসাইলি ইবনি আবিদীন ২/৭০; গামযু উয়ূনিল বাসাইর, হামাবী ১/২৩৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم