প্রশ্ন
কোনো মহিলা যদি কোনো কারণে উকুফে আরাফা করতে না পারে তাহলে তার করণীয় কী? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
৯ যিলহজ্ব সূর্য হেলার পর থেকে ১০ যিলহজ্ব ফজর পর্যন্ত যেকোনো সময় আরাফর ময়দানে অল্প কিছুক্ষণ হলেও অবস্থান করা ফরজ। তাই এ সময়ের মধ্যে যেকোনো কারণেই হোক, আরাফার ময়দানে কিছু সময়ের জন্য অবস্থান করতে না পারলে এ বছর আর হজ্ব আদায়ের কোনো পদ্ধতি বাকি থাকবে না।
তবে এ বছর সে উমরার নিয়তে তাওয়াফ ও সাঈ করে নিয়মানুযায়ী হালাল হয়ে যাবে।
আলবাহরুর রায়েক ২/৬০০; রদ্দুল মুহতার ২/৫১২; ফাতাওয়া হিন্দিয়া ১/২২৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم