প্রশ্ন
এক ব্যক্তি উমরা পালনের জন্য রমজান মাসে মক্কা শরিফ যায় এবং শাওয়াল মাসেরও কিছু দিন সেখানে অবস্থান করে। ইত্যবসরে ঐ ব্যক্তির ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এবং তার দেশে ফিরতে হয়। জানার বিষয় হলো, ঐ ব্যক্তির উপর হজ্ব ফরজ হয়েছে কি? ফরজ হয়ে থাকলে কীভাবে সে আদায় করবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নে বর্ণিত ব্যক্তির যদি হজ্বের সময় আহকাম আদায় করা পর্যন্ত সেখানে থাকার ব্যবস্থা থাকে তার উপর হজ্ব ফরজ হয়ে যাবে।
কিন্তু যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ বছর হজ্ব আদায় করতে না পারে তাহলে সম্ভব হলে অন্যের মাধ্যমে মক্কা শরিফ থেকে হলেও বদলি হজ্ব আদায় করবে।
অবশ্য পরবর্তীতে সক্ষম হলে নিজেই আবার ফরজ হজ্ব আদায় করে নিবে। এ ক্ষেত্রে পূর্বের বদলি হজ্ব নফল হিসেবে গণ্য হবে।
ফাতাওয়া হিন্দিয়া ১/২১৮; রদ্দুল মুহতার ৩/৪৫৭; আহসানুল ফাতাওয়া ৪/৫২৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم