প্রশ্ন
আমাদের এলাকায় খ্রিস্টানদের বসবাস বেশি। এবং এই এলাকার জমিদার সব খ্রিস্টান। কিন্তু সেখানে অনেক মুসলমানেরও বসবাস রয়েছে। প্রায় দুই/তিন হাজার মুসলমান বসবাসকারীর জন্য নামাযের উপযুক্ত কোনো জায়গা না থাকায় তারা সাময়িকভাবে পাঞ্জেগানা মসজিদ বা জামে মসজিদের জন্য কোনো ফ্লোর ভাড়া নিতে পারবে কি? উল্লেখ্য যে, তাদের জায়গা ক্রয় করার মত আর্থিক সামর্থ্যও নেই এবং তারা সেই ভাড়া ফ্লোরে নামাযের পাশাপাশি শিশু ও বয়স্কদের কুরআন শেখার ব্যবস্থাও রাখতে চায়।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
যে এলাকায় মুসলমানদেন বসতি রয়েছে এবং সেখানে মুসল্লীদের জামাতে নামায পড়ার মত মসজিদ নেই সেখানে মসজিদ নির্মান করা এলাকাবাসীর ঈমানী দায়িত্ব। এ ছাড়া ইসলামে পুরুষদের জন্য মসজিদের জামাতে নামায পড়ার গুরুত্ব অপরিসীম। গ্রহণযোগ্য ওযর ছাড়া মসজিদের জামাতে শরীক না হওয়ার ব্যাপারে হাদিস শরিফে কঠিন সতর্কবাণী উচ্চারিত হয়েছে।
অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে এলাকার সকল মুসলমানের ঈমানী কর্তব্য হল, সম্মিলিতভাবে মসজিদের জন্য স্বতন্ত্র জায়গার ব্যবস্থা করা। এলাকায় বসবাসকারীদের জমি কেনার সামর্থ্য না থাকলে এলাকার মধ্যে যারা অধিক জমির মালিক তাদের কর্তব্য হবে মসজিদের জন্য জায়গার বন্দোবস্ত করা।
এলাকায় মসজিদ প্রতষ্ঠা হওয়ার আগ পর্যন্ত সম্ভব হলে পার্শ্ববর্তী মহল্লার মসজিদের জামাতে নামায পড়বে। আর যদি মসজিদ অনেক দূরে হয় অথবা বিশেষ ওযরের কারণে নিয়মিত মহল্লা থেকে দূরে যাওয়া সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে সাময়িকভাবে কোনো ফ্লোর ভাড়া নিয়ে সেখানে নামাযের ব্যবস্থা করা যাবে এবং ঐ জায়গায় কুরআন শিক্ষার ব্যবস্থাও করা যাবে।
-সহিহ মুসলিম, হাদিস: ৬৫১; ফাতহুল বারী ২/১৫৩; ইলাউস সুনান ৪/১৬৪; ফাতহুল কাদীর ১/৩০০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم