প্রশ্ন
নামাযের পর মাথায় হাত রেখে কী পড়া হয়? এবং এর ফজিলত কী? এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
এই দোয়ার ব্যাপারে হাদিস শরিফে বর্ণিত আছে নবী (সা.) যখন নামায শেষ করতেন, তখন ডান হাতে মাথা স্পর্শ করতেন এবং এই দোয়া পড়তেন-
بِسْمِ اللَّهِ الَّذِي لا إِلَهَ إِلا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ ، اللَّهُمَّ أَذْهِبْ عَنِّي الْهَمَّ وَالْحَزَنَ
(আল মু’জামুত তাবরানী, বর্ণনা: ৩২৮৪, মাজমাউয যাওয়াইদ ১০/১১০) মুহাদ্দিসগণ হাদিসটিকে‘জঈফ’ হিসেবে আখ্যায়িত করেছেন, তবে আমলযোগ্য বলেছেন।
তবে কুরআন সুন্নাহ এবং আছার ও আদইয়া-আযকারের কিতাবসমূহে উক্ত দোয়া ছাড়াও আরও বহু দোয়া আছে, তাই সেগুলো পড়াই উত্তম । সেগুলোর জন্য মাথায় হাত রাখার প্রয়োজন পড়ে না। যেমন, হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলূল্লাহ (সা.) বলেছেন,
مَنْ سَبَّحَ اللهَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ ، وَحَمِدَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ ، وَكَبَّرَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ ، فَتْلِكَ تِسْعَةٌ وَتِسْعُونَ ، وَقَالَ تَمَامَ الْمِائَةِ : لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ غُفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ
“যে ব্যাক্তি প্রত্যেক নামাযের পর সুবহানাল্লাহ তেত্রিশবার, আলহামদুলিল্লাহ তেত্রিশবার ও আল্লাহু আকবার তেত্রিশবার বলবে এই হল নিরানব্বই-আর একশত পূর্ণ করার জন্য বলবে-لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ তার পাপসমূহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনার মত হয়।” (সহিহ মুসলিম, হাদিস: ১২৩০)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم