প্রশ্ন
মসজিদের ছাদে ইমাম সাহেবের জন্য কামড়া বানানো এবং বাথরুম নির্মাণ করা জায়েজ আছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মসজিদের ছাদে ইমাম বা মুয়াজ্জিনের জন্য বসবাসের ঘর নির্মাণ করা জায়েজ নাই। যেখানে ঘর নির্মানের অবকাশ নেই সেখানে বাথরুম নির্মানের তো প্রশ্নই আসে না। কেননা শরয়ী মসজিদের জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত মসজিদের হুকুমে। কাজেই নামাজ বা ইবাদত ব্যতীত অন্য কোনো কাজে তা ব্যবহার করা জায়েজ নাই।
-ফাতাওয়া তাতারখানিয়া ৮/১৬২; ফাতাওয়া হিন্দিয়া ২/৪০৮; আল ফিক্বহুল মুয়াচ্ছার ২/৭৯১; আল ফিক্বহুল হানাফী ২/৩৭৭; আদ্দুররুল মুখতার ৪/৩৫৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم