প্রশ্ন
অনেক মসজিদে খতীবদেরকে দেখা যায় যে, তাঁরা খুতবার সময় হাতে লাঠি ব্যবহার করেন আবার কেউ তা ব্যবহার করেন না। আমি জানতে চাচ্ছি, আসলে কোন আমলটি শরীয়তসম্মত? জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জুমার খুতবার সময় হাতে লাঠি বা ধনুক রাখার কথা হাদিস শরিফে আছে। তাই কোনো কোনো ফকীহ একে মুস্তাহাব বলেছেন। তবে লাঠি নেওয়া যেহেতু আবশ্যক নয় তাই একে সুন্নত বা জরুরি মনে করা যাবে না। এবং খতীবকে এ ব্যাপারে বাধ্যও করা যাবে না।
-সুনানে আবু দাউদ, হাদিস: ১০৮৯; আলবাহরুর রায়েক ২/১৪৮; হালবাতুল মুজাল্লী ২/৫৪৪; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী পৃ. ২৮০; রদ্দুল মুহতার ২/১৬৩; ইলাউস সুনান ৮/৭২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم