প্রশ্ন
বাদ্যযন্ত্র বাদ দিয়ে গান-জারি-আবৃতি বা কবিতা আবৃতি করা কি জায়েজ?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
গান-বাজনা ইসলামে সম্পূর্ণ হারাম। আবদুল্লাহ ইবন মাসউদ (রা.) বলেন,
الْغِنَاءُ يُنْبِتُ النِّفَاقَ فِى الْقَلْبِ كَمَا يُنْبِتُ الْمَاءُ الزَّرْعَ
পানি যেমন (ভূমিতে) তৃণলতা উৎপন্ন করে তেমনি গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে। (সুনানে বাইহাকী, বর্ণনা: ২১৫৩৬; তাফসীরে কুরতুবী ১৪/৫২)
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, যে সকল বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তাই ইবলিসের আওয়াজ। (ইগাছাতুল লাহফান ১/১৯৯)
তবে বাজনা বা বাদ্য-যন্ত্র ব্যতীত গানের কথা ভাল হলে; অশ্লীল, কামোদ্দীপক, মিথ্যা ও ইসলামী আক্বীদা-পরিপন্থী না হলে কোনো সমস্যা নেই। যেমন, আল্লাহ তাআলার গুনাবলী বিষয়ে হামদ, না’ত, কাসীদা, গজল ইত্যাদি গাওয়া ও শোনা জায়েয রয়েছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم