প্রশ্ন
প্রায় এক বছর পূর্বে আমি আমার এক বন্ধুকে এক লক্ষ টাকা এ শর্তে বিনিয়োগ করি যে, আমি লাভের ৬০% পাব। আর সে পাবে ৪০%। তেমনি লোকসান হলে উভয়ে উক্ত হারে তা বহন করব। কিছুদিন আগে আমি জানতে পেরেছি যে, এভাবে চুক্তি সহিহ নয়। এখন আমি জানতে চাচ্ছি, এতদিন পর্যন্ত এ চুক্তি থেকে আমরা যে লাভ ভোগ করেছি এর ব্যাপারে আমাদের করণীয় কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে ব্যবসা পরিচালনাকারীর উপর আংশিক লোকসানের ভার দেওয়া সহিহ হয়নি। কারণ এ ধরনের লেনদেনে লোকসান হলে পুরোপুরি মূলধন জোগানদাতাকেই বহন করতে হয়। তবে এ কারণে আপনাদের উক্ত চুক্তিটি ফাসেদ হয়ে যায়নি। বরং শর্তটিই বাতিল হয়ে গেছে। তাই সামনের জন্য লোকসানের শর্তটি সংশোধন করে নিবেন এবং ব্যবসার ক্ষতি হলে আপনি একাই বহন করবেন।
-মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ১৫০৮৭; মাজমাউল আনহুর ৩/৪৪৬; আলইখতিয়ার ২/৪৬১; আদ্দুররুল মুখতার ৫/৬৪৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم