প্রশ্ন
আমি চার রাকাত নফল নামায আদায় করেছি। কিন্তু তৃতীয় রাকাতে শুধু তাশাহ্হুদ পড়েছি; কোনো কেরাত পড়িনি। এমনকি সূরা ফাতেহাও না। এখন জানার বিষয় হল, আমার এ নামাযের হুকুম কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নফল-সুন্নত নামাযের সকল রাকাতে কেরাত পড়া ফরয। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু তৃতীয় রাকাতে কেরাত পড়েননি তাই আপনার শেষ দুই রাকাত নামায ফাসেদ হয়ে গেছে। অতএব আপনি ঐ দুই রাকাত নামায পুনরায় আদায় করে নিবেন।
-বাদায়েউস সানায়ে ২/২০; আলমুহীতুল বুরহানী ২/২২৭; রদ্দুল মুহতার ২/৩২; আলবাহরুর রায়েক ২/১০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم