প্রশ্ন
ইদানিং হজ্বের মওসুমে হজ্বযাত্রীদের অনেকে হজ্ব এজেন্সী কর্তৃক বিড়ম্বনার শিকার হন। তাদের মধ্যে কারো কারো বেলায় এমনও ঘটে যে, ইহরাম বেঁধে ফ্লাইটের দোরগোড়ায় যাওয়ার পর ফেরত আসতে হয়। এখন জানার বিষয় হল, কেউ কিরান হজ্বের ইহরাম বাঁধার পর হজ্বে যেতে না পারলে তার করণীয় কী? সে ইহরাম থেকে হালাল হবে কীভাবে? এবং পরবর্তীতে উক্ত হজ্ব কাযা করার নিয়ম কী? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কিরান হজ্বের ইহরাম করার পর কোনো ওযরের কারণে হজ্বে যেতে না পারলে তাকে উক্ত ইহরাম থেকে হালাল হওয়ার জন্য কারো মাধ্যমে হেরেমের এলাকায় দুটি দম কুরবানী করতে হবে। দুটি দম কুরবানী করার পর সে ইহরাম থেকে হালাল হয়ে যাবে। তবে ইহরাম পারিপন্থী কিছু করার আগে তার জন্য মাথা মুন্ডন করা বা চুল খাটো করে নেওয়া মুস্তাহাব। না করলেও সমস্যা নেই।
আর কেরানের ইহরাম করার পর যেহেতু হজ্ব করতে পারেনি তাই এক্ষেত্রে পরবর্তীতে তাকে একটি হজ্ব ও দুটি উমরা কাযা হিসেবে আদায় করতে হবে। এক্ষেত্রে হজ্ব ও দুই উমরা আলাদা আলাদাও করতে পারবে অথবা কিরান হজ্ব করে আলাদা একটি উমরাও করে নিতে পারে।
-কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনাহ ১/৪৫৫; বাদায়েউস সানায়ে ২/৩৯৫; আলবাহরুর রায়েক ২/৫৫; রদ্দুল মুহতার ২/৫১৯; গুনয়াতুন নাসিক পৃ. ৩১৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم