প্রশ্ন
আমার বোন তার স্বামীর সাথে সৌদিতে থাকে। তাদের একটি মেয়ে সন্তান আছে। তার বয়স ৭ বছর। কিন্তু জন্মের পর থেকে এখন পর্যন্ত উপহারস্বরূপ প্রাপ্ত তার অনেক স্বর্নালংকার আছে। তাই জানার বিষয় হল, এসব স্বর্ণালংকারের কি যাকাত আদায় করতে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
যাকাত ফরয হয় প্রাপ্ত বয়স্কদের উপর। নাবালেগের উপর যাকাত ফরয নয়। তাই আপনার বোনের ঐ মেয়ে বালেগা হওয়া পর্যন্ত তার স্বর্ণালংকারের উপর যাকাত আসবে না।
-কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ ১/৩০০; ফাতওয়া হিন্দিয়া ১/১৭২; খিযানাতুল আকমাল ১/২৪৮; আলবাহরুর রায়েক ২/২০২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم