প্রশ্ন
ব্যাংকে চাকরি করে এমন ব্যাক্তির সাথে ভাগে কুরবানি দিলে কি উক্ত কুরবানি সহিহ হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
সুদী ব্যাংকে চাকুরী করা হারাম। এর বিনিময়ে প্রাপ্ত অর্থও হারাম। সুতরাং এমন ব্যক্তির দেয়া কুরবানী সহিহ হবে না এবং তার সাথে অংশীদারিত্বের মাধ্যমে যুক্ত কোনো শরীকের কুরবানীও সহিহ হবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
إن الله طیّب لا یقبل إلاّ طیبا
নিশ্চয় আল্লাহ পবিত্র। তিনি একমাত্র পবিত্রটাই গ্রহণ করেন…(মিশকাত, হাদিস: ২৪১)
তবে ব্যাংক চাকুরীজীবির যদি উপার্জনের অন্য কোনো মাধ্যম থাকে আর হালাল টাকা দিয়ে শরীক হয় তাহলে তার সাথে কুরবানী দেয়া যাবে। অনুরুপভাবে যদি সে সুদের সাথে সরাসরি যুক্ত না হয়। যেমন সুদী ব্যাংকের গাড়ির ড্রাইভার, সিকিউরিটি গার্ড; তাহলে তার ইনকাম বৈধ এবং তার নিজের ও তার সাথে যুক্ত শরীকের কুরবানীও সহিহ হবে।)
প্রকাশ থাকে যে, যারা সুদী ব্যাংকে চাকুরী করে তাদের জন্য হালাল ব্যবস্থা গ্রহণের নির্দেশ এসেছে এবং সে ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইস্তিগফারের সাথে এ চাকুরীর অনুমতি দেওয়া হয়েছে। যাতে করে তারা মারাত্মক কোন সমস্যায় না পড়ে।
-রদ্দুল মুহতার ৬/৩২৬; আহসানুল ফাতাওয়া- ৭/৫০৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم