প্রশ্ন
আমার ছেলে বুঝমান, কিন্তু সে নাবালেগ। আমরা সৌদি আরব থাকি। কিছুদিন আগে আমরা সৌদি আরব থেকে এসেছি। সে আরবীভাষী হওয়ার কারণে একদিন ইমাম সাহেব তাকে জুমার খুতবা দেওয়ার কথা বলেন। সে রাজি হয়ে যায়। তাই এদিন সে খুতবা দেয়। আর ইমাম সাহেব নামায পড়ান। জানার বিষয় হল, বুঝমান নাবালেগের খুতবা পাঠ জায়েয হয়েছে কি না?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে ছেলেটি নাবালেগ হলেও যেহেতু সে বুঝমান তাই উক্ত খুতবা আদায় হয়েছে। তবে জুমার খুতবা এবং নামায পড়ানো একই ব্যক্তি দ্বারা হওয়া উত্তম।
উল্লেখ্য, জুমার খুতবা গুরুত্বপূর্ণ একটি আমল। তা বালেগ ও যোগ্য ব্যক্তিদের দ্বারাই হওয়া উচিত।
আরো উল্লেখ্য, বুঝমান নাবালেগের খুতবা সহিহ হয়ে গেলেও তার ইমামতি কোনোক্রমেই সহিহ নয়। ভবিষ্যতে এসব বিষয়ে সতর্ক থাকা আবশ্যক।
-আলবাহরুর রায়েক ২/১৪৭; আলমুহীতুল বুরহানী ১/৪৫৮; রদ্দুল মুহতার ২/১৪১; খুলাসাতুল ফাতাওয়া ১/২০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم