প্রশ্ন
ফরয নামায পড়ানোর সময় জাহান্নামের আয়াত পড়তে গিয়ে আমার কান্না চলে আসে এবং কেরাত থেমে যায়। পরে কেরাতের বাকি অংশ শেষ করে নামায পূর্ণ করি। জানার বিষয় হল, এভাবে কান্না করার কারণে আমার নামায কি নষ্ট হয়ে গেছে? মাসআলাটির সমাধান জানালে কৃতজ্ঞ থাকব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, আপনার নামায নষ্ট হয়নি। জাহান্নামের স্মরণ বা আখেরাতের ভয়ে কান্না চলে আসলে নামাযের ক্ষতি হয় না।
-বাদায়েউস সানায়ে ১/৫৪০; আলজামেউস সাগীর পৃ. ৯২; আলবাহরুর রায়েক ২/৫; খিযানাতুল আকমাল ১/১০১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم