প্রশ্ন
দেড় বছর আগে একটি বিশেষ কারণে আমি আমার স্ত্রীকে তালাক দিই। তখন আমাদের একটি ৫ মাসের ছেলে ছিল। ছেলেটি খুব ছোট থাকায় আমি তাকে তার মা’র কাছে রাখি এবং তার যাবতীয় খরচ বহন করি। কিছুদিন হল সে একটি দুর্ঘটনায় মারা গিয়েছে। এখন আমি ছেলেটিকে আমার কাছে নিয়ে আসতে চাচ্ছি। কিন্তু তার মায়ের পরিবার অর্থাৎ আমার শাশুড়ি বাচ্চাটি কোনোভাবেই ফেরত দিতে চাচ্ছে না। আর এই বিষয়ে তার ছেলেরা তাকে সহায়তা করছে। মুহতারামের নিকট আমার জিজ্ঞাসা হল, এই অবস্থায় যখন মা নেই, তারাই কি সন্তানের ব্যাপারে বেশি হকদার নাকি পিতা হিসাবে আমি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মায়ের অনুপস্থিতিতে শিশুর লালন-পালনের অধিকার তার নানির উপর বর্তায়। পুত্র সন্তান একা একা নিজের ব্যক্তিগত কাজ (যেমন, পানাহার, পোশাক পরিধান, ইস্তিঞ্জা) করতে পারে এরকম বয়স হওয়া পর্যন্ত নানি তাকে রাখতে পারবে। ফুকাহায়ে কেরাম সাধারণ অভিজ্ঞতার আলোকে এই বয়সসীমা নির্ধারণ করেছেন সাত বছর। এই বয়স পূর্ণ হওয়ার পর পিতা ছেলেকে নিজের কাছে নিয়ে আসতে পারবেন। প্রশ্নোক্ত ক্ষেত্রে শিশুর নানি যেহেতু তার লালন-পালনে আগ্রহী, তাই উক্ত বয়সসীমা পূর্ণ হওয়ার আগে আপনি তাকে জোর করে আনতে পারবেন না।
-কিতাবুল আছল ১০/৩৫১; বাদায়েউস সানায়ে ৩/৪৫৭; শরহু মুখতাসারিত তাহাবী ৫/৩২৪; খুলাসাতুল ফাতাওয়া ২/৭২; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৪১; আননাহরুল ফায়েক ২/৫০০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم