প্রশ্ন
নামায আদায় করতে গিয়ে মাঝে মাঝে আমার সাহু সিজদা ওয়াজিব হওয়ার মত ভুল হয়ে যায়। কখনো এমন ভুল একই নামাযে একাধিক হয়ে থাকে। আমার জানার বিষয় হল, উক্ত ক্ষেত্রে ভুল একাধিক হওয়ার কারণে কি আমাকে সাহু সিজদাও একাধিকবার করতে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
এক নামাযে একবারই সাহু সিজদা করা যায়। একাধিকবার সাহু সিজদা করার নিয়ম নেই। একাধিক ভুল হলেও একটি সাহু সিজদাই যথেষ্ট।
-মুসনাদে আবু ইয়ালা, হাদিস: ৪৫৭৩; আসসুনানুল কুবরা, বাইহাকী ২/৩৪৬; আততাজনীস ওয়াল মাযীদ ২/১৪৮; আলমাবসূত, সারাখসী ১/২২৪; আলইখতিয়ার ১/২৪৯; শরহুল মুনয়া পৃ. ৪৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم