প্রশ্ন
কয়েকদিন আগে আমি বাসায় নামায পড়ছিলাম। হঠাৎ আমার ছোট বাচ্চা পাশে এসে পেশাব করে দেয়। এদিকে নামাযে বিঘ্নতার আশঙ্কায় তার মা তাকে নিতে আসে। তখন আমি তার পেশাবের দিকে ইশারা করি। তবে জায়নামায এবং আমার গায়ে পেশাব লাগেনি। এই ইশারার কারণে কি নামায নষ্ট হয়ে গিয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, শুধু হাতের ইশারার কারণে নামায নষ্ট হয়নি। তবে নামাযে এমনটি করা খুশু-খুযু পরিপন্থী। যথা সম্ভব এ থেকে বিরত থাকতে হবে।
-সহিহ মুসলিম, হাদিস: ৫৪০; শরহে মুসলিম, নববী ৫/২৭; বাদায়েউস সানায়ে ১/৫৪৫; কিতাবুল আছল ১/১৭৬; তাবয়ীনুল হাকায়েক ১/৩৯৫; ফাতাওয়া খানিয়া ১/১৩৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم