প্রশ্ন
আমি মকতব বিভাগের একজন শিক্ষক। আমাদের মসজিদের ইমাম সাহেব কখনো না থাকলে আমি নামায পড়িয়ে থাকি। আমার একটি বিষয় জানার ছিল। তা হল, কোনো কোনো মসজিদে দেখি যে, ইমাম সাহেব যোহর, মাগরিব, এশা এই ওয়াক্তগুলোতে ফরয নামাযের পর সুন্নত পড়ার জন্য মেহরাব থেকে পিছনে চলে আসেন। আবার কেউ জায়নামাযের একপাশে দাঁড়িয়ে সুন্নত পড়েন। আর কেউ নিজের জায়গায় দাঁড়িয়েই সুন্নত পড়েন। এক্ষেত্রে আসলে সঠিক নিয়ম কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ফরয নামাযের পর সম্ভব হলে ইমামের জন্য নিজের জায়গা থেকে সরে সুন্নত পড়া উত্তম। হযরত আলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
إِذَا سَلّمَ الإِمَامُ لَمْ يَتَطَوّعْ حَتّى يَتَحَوّلَ مِنْ مَكَانِهِ ، أَوْ يَفْصِلَ بَيْنَهُمَا بِكَلاَمٍ.
ইমাম সালাম ফিরানোর পর নিজের জায়গা থেকে সরে সুন্নত পড়বে। … (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৬০৭৬)
হযরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত আছে,
أَنّهُ كَرِهَ إِذَا صَلّى الإِمَامُ أَنْ يَتَطَوّعَ فِي مَكَانِهِ ، وَلَمْ يَرَ بِهِ لِغَيْرِ الإِمَامِ بَأْسًا.
তিনি ইমামের জন্য নিজের জায়গায় সুন্নত পড়াকে অপছন্দ করতেন। … (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৬০৭৭)
তাই সুযোগ থাকলে ইমাম সাহেব ফরয নামাযের পর মেহরাব থেকে সরে দাঁড়াবেন। অন্যথায় কিছুটা ডানে-বামে সরে সুন্নত আদায় করবেন।
-ফাতহুল কাদীর ১/৩৮৪; বাদায়েউস সানায়ে ১/৩৯৪; আলমুহীতুল বুরহানী ২/২৩৬; ফাতাওয়া খানিয়া ১/১০০; শরহুল মুনয়া পৃ. ৩৪২; রদ্দুল মুহতার ১/৫৩১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم