প্রশ্ন
আড়াই মাস আগে আমার স্বামী রোড এক্সিডেন্টে মারা যান। বর্তমানে আমি স্বামীর বাড়িতে ইদ্দত পালন করছি। দু’সপ্তাহ পর আমার ছোট বোন ও তার স্বামী হজ্বে যাবেন। তাদের বাসা আমাদের গ্রামেই, খুব নিকটে। হজ্বে যাওয়া উপলক্ষে তারা সকল নিকট আত্মীয়কে দাওয়াত করেছেন। যাদের মাঝে আমিও আছি। আমি কি এ দাওয়াতে যেতে পারব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনি চাইলে উক্ত দাওয়াতে যেতে পারবেন। তবে অবশ্যই আপনাকে রাত হওয়ার আগে বাসায় ফিরে আসতে হবে। কেননা বিধবা মহিলার জন্য ইদ্দত অবস্থায় বিনা ওজরে স্বামীর গৃহের বাইরে রাত্রি যাপন করা জায়েয নেই।
-বাদায়েউস সানায়ে ৩/৩২৩; আলমুহীতুল বুরহানী ৫/৩৩৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৬৩৪; মাজমাউল বাহরাইন পৃ. ৫৯৫; আলইখতিয়ার ৩/২৬৫; আলবাহরুর রায়েক ৪/১৫৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم