প্রশ্ন
গতকাল মাগরিবের নামাযে মসজিদে যেতে আমার দেরি হয়ে যায়। আমি ইমামকে তৃতীয় রাকাতে পাই। ইমাম সাহেব সালাম ফিরানোর পর আমি ছুটে যাওয়া দুই রাকাত নামায পড়তে দাঁড়াই। অন্য মুসল্লিরাও সুন্নত পড়তে দাঁড়ায়। আমি সুন্নত পড়ার মত দুই রাকাত পড়ি। আমার প্রথম রাকাতের পর বৈঠক করার কথা ভুলে যাই। সাহু-সিজাদও করিনি। এরপর সুন্নাত পড়ার সময় বিষয়টি মনে পড়ে। আমার উক্ত নামায কি হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে এক রাকাতের পর বসাই নিয়ম ছিল। কিন্তু না বসে সরাসরি দু’রাকাত পড়ে ফেললেও নামায আদায় হয়ে যায়। কেউ ভুলে এমনটি করলে তার উপর সাহু-সিজদা ওয়াজিব হবে না। তাই আপনার উক্ত নামায সহিহ হয়ে গেছে। হযরত ইবরাহীম নাখায়ী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-
أَدْرَكَ مَسْرُوقٌ وَجُنْدُبٌ رَكْعَةً مِنَ الْمَغْرِبِ، فَلَمَّا سَلَّمَ الإِمَام قَامَ مَسْرُوقٌ فَأَضَافَ إلَيْهَا رَكْعَةً ثُمَّ جَلَسَ، وَقَامَ جُنْدُبٌ فِيهَما جَمِيعًا ثُمَّ جَلَسَ فِي آخِرِهَا، فَذَكَرَ ذَلِكَ لِعَبْدِ اللهِ، فَقَالَ : كِلاَهُمَا قَدْ أَحْسَنَ وَأَفْعَلُ كَمَا فَعَلَ مَسْرُوقٌ أَحَبُّ إلَيَّ.
হযরত জুনদুব ও মাসরুক (রাহ.) একদিন মাগরিবের নামাযে ইমামের সাথে এক রাকাত পান। ইমামের সালামের পর মাসরুক (রাহ.) দাঁড়িয়ে এক রাকাত পড়ার পর তাশাহহুদের জন্য বসেন। কিন্তু জুনদুব (রাহ.) তখন বসেননি; বরং তিনি নামাযের শেষে তাশাহহুদের জন্য বসেন। এরপর তারা হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর কাছে গিয়ে বিষয়টি উল্লেখ করলে তিনি বলেন, তোমাদের উভয়ের নামায হয়ে গেছে। তবে এক্ষেত্রে মাসরুক যেমনটি করেছে আমি এমনটি করাই পছন্দ করি। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ৮৫৬৯)
-কিতাবুল আছল ১/১৬৭; কিতাবুল আছার, ইমাম মুহম্মাদ ১/১৫০; আদ্দুররুল মুখতার ১/৫৯৭; শরহুল মুনয়া পৃ. ৪৬৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم