প্রশ্ন
আমি একজন ড্রাইবার। আমি আগে নিয়মিত নামায পড়তাম না। এখন নিয়মিত পড়ার চেষ্টা করি। আমি চারটা সূরা শিখেছি। কিন্তু বিতরের নামাযে যে দুআয়ে কুনূত পড়তে হয় সেটা এখনও শিখতে পারিনি। জানার বিষয় হল, এমতাবস্থায় আমি বিতরের নামাযে কী পড়ব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
বিতরের দুআয়ে কুনূত হিসেবে প্রসিদ্ধ দুআটি পড়া উত্তম। তাই তা দ্রুত শিখে নেবেন। তবে এ স্থানে কুরআন-হাদিসের অন্য কোনো দুআ পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে। তাই প্রসিদ্ধ দুআয়ে কুনূত শেখার আগ পর্যন্ত আপনি اللهُمّ اغْفِرْ لِيْ (আল্লাহুম্মাগ ফিরলী) এই দুআ তিনবার, অথবা
رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَةً وَّ فِی الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ .
পড়তে পারেন।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৬৯৬৬; আলমাবসূত, সারাখসী ১/১৬৫; কিতাবুল আছল ১/১৩৯; বাদায়েউস সানায়ে ১/৬১৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১১১;মুখতারাতুন নাওয়াযিল ১/৩৩৩; শরহুল মুনইয়া, পৃ. ৪১৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم