প্রশ্ন
আলহামদুলিল্লাহ আমি আমার স্বামীর সাথে হজ্বে যাই। হজ্বের অধিকাংশ কাজ পূ্র্ণ করার পর ১২ জিলহজ্ব আমার হায়েয শুরু হয়ে যায়। এবং ১৮ জিলহজ্ব আমরা মদীনার উদ্দেশ্যে রওয়ানা করি। উল্লেখ্য, ১৮ জিলহজ্ব পর্যন্ত আমার হায়েয চলতে থাকে। তাই আমি তাওয়াফে বিদা না করেই রওয়ানা হয়ে যাই। আমি জানতে চাচ্ছি, তাওয়াফে বিদা না করে মদীনায় চলে যাওয়া কি ঠিক হয়েছে? এবং এর জন্য কি কোনো দম আবশ্যক হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
তাওয়াফে বিদার পূর্বে যদি কোনো মহিলার হায়েয চলে আসে এবং পবিত্র হওয়ার পূর্বেই তার সাথের লোকজনের মক্কা ত্যাগ করার সময় হয়ে যায়। তাহলে এক্ষেত্রে তার জন্য তাওয়াফে বিদা‘ না করে মক্কা থেকে চলে আসা জায়েয। এক্ষেত্রে তাওয়াফে বিদা না করার কারণে কোনো দম বা জরিমানা আসবে না এবং হজ্বের কোনো ক্ষতিও হবে না।
আম্মাজান আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
حَاضَتْ صَفِيّةُ بِنْتُ حُيَيٍّ بَعْدَ مَا أَفَاضَتْ، قَالَتْ عَائِشَةُ: فَذَكَرْتُ حِيضَتَهَا لِرَسُولِ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ: أَحَابِسَتُنَا هِيَ؟ قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنّهَا قَدْ كَانَتْ أَفَاضَتْ وَطَافَتْ بِالْبَيْتِ، ثُمّ حَاضَتْ بَعْدَ الْإِفَاضَةِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ: فَلْتَنْفِرْ.
তাওয়াফে ইফাযার পর সাফিয়্যা বিনতে হুয়াই (রা.)-এর হায়েয চলে আসে। আয়েশা (রা.) বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে তার হায়েযের বিষয়টি জানালাম। তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, সে কি আমাদেরকে আটকে দিল? আয়েশা (রা.) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! তিনি তো বাইতুল্লাহ্য় গিয়ে তাওয়াফে ইফাযাহ করে এসেছেন। তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, তাহলে সে রওয়ানা করতে পারে। (সহিহ মুসলিম, হাদিস: ১৩১১)
অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ (সা.) বললেন-
فَلَا إِذًا.
তাহলে তো সমস্যা নেই। (জামে তিরমিযী, হাদিস: ৯৪৩)
-ফাতহুল কাদীর ২/৩৯৭; আলমুহীতুল বুরহানী ৩/৪৫৩; আলবাহরুর রায়েক ২/৩৭০; আননুতাফ ফিল ফাতাওয়া, পৃ. ১৩২; ফাতাওয়া খানিয়া ১/৩০১; রদ্দুল মুহতার ২/৫২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم