প্রশ্ন
আজকে ফজরের সময় মসজিদে একটি ছেলেকে দেখলাম ফজরের নামাযের পর মসজিদের বারান্দায় গিয়ে দুই রাকাত নামায আদায় করেছে। তাকে জিজ্ঞাসা করলে সে বলে, ফজরের আগে সুন্নত পড়তে পারে নি বিধায় তা ফরযের পর আদায় করেছে। তাই জানতে চাচ্ছি, ফজরের নামাযের আগে সুন্নত পড়তে না পারলে তা ফজরের ফরযের পর সূর্যোদয়ের আগে আদায় করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, ফজরের নামাযের পর সুন্নত পড়া ঠিক না। কেননা ফজরের সুন্নত সময়মত পড়তে না পারলে সূর্যোদয়ের পর মাকরূহ ওয়াক্তের পর পড়া নিয়ম। সূর্য ওঠার আগে তা পড়া মাকরূহে তাহরিমী। হাদিসে এ সময় নফল বা সুন্নত পড়তে নিষেধাজ্ঞা এসেছে। হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত আছে যে,
نَهَى رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ عَنْ صَلاَتَيْنِ: بَعْدَ الفَجْرِ حَتَّى تَطْلُعَ الشّمْسُ، وَبَعْدَ العَصْرِ حَتّى تَغْرُبَ الشّمْسُ.
রাসূল (সা.) দুই সময় নামায পড়তে নিষেধ করেছেন। ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য ডোবা পর্যন্ত। (সহিহ বুখারি, হাদিস: ৫৮৮; সহিহ মুসলিম, হাদিস: ৮২৫)
তাই ফজরের সুন্নত ছুটে গেলে সূর্যোদয়ের আগে পড়বে না; বরং সূর্যোদয়ের পর থেকে সূর্য হেলে যাওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে আদায় করে নেবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী কারীম (সা.) ইরশাদ করেছেন-
مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الفَجْرِ فَلْيُصَلِّهِمَا بَعْدَ مَا تَطْلُعُ الشّمْسُ.
যে ফজরের দুই রাকাত সুন্নত (সময়মতো) পড়েনি সে যেন সূর্যোদয়ের পর তা আদায় করে নেয়। (জামে তিরমিযী, হাদিস: ৪২৩; মুসতাদরাকে হাকেম, হাদিস: ১০৫৩)
-বাদায়েউস সানায়ে ১/৬৪৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم