প্রশ্ন
আমার এক প্রতিবেশী খুব দরিদ্র। কিছুদিন আগে তার হার্টে চিকিৎসা করার কারণে সে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে। তাই আমি আমার যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি, এভাবে আমার যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করলে কি আমার যাকাত আদায় হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনি যদি আপনার যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করতে চান তাহলে আপনি তার পক্ষ থেকে ঋণ পারিশোধ করে দিচ্ছেন, তার থেকে আগে এই অনুমতি নিতে হবে। এরপর আপনার যাকাত দ্বারা ঋণ পরিশোধ করে দিতে পারবেন। কিন্তু উক্ত দরিদ্র ঋণী ব্যক্তির অনুমতি ছাড়া তার ঋণ আদায় করে দিলে এর দ্বারা আপনার যাকাত আদায় হবে না।
এখানে উল্লেখ্য, আপনি যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করছেন- এ কথা তাকে জানানো জরুরি নয়।
-আলবাহরুর রায়েক ২/৩০৮; আলমুহীতুল বুরহানী ৩/৪২; মুখতারাতুন নাওয়াযিল ১/৪৩৪; ফাতহুল কাদীর ২/২০৮; আদ্দুররুল মুখতার ২/৩৪৫; আলজাওহারাতুন নায়্যিরা ১/১৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم