প্রশ্ন
আমি যোহরের নামায আদায় করে এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি। আমি বাসে করে যাচ্ছিলাম। বাসে আমার পাশের সিটে যে লোকটা বসেছিল সে আমার মুখে কিছু একটা চেপে ধরেছিল, যার ফলে আমি অজ্ঞান হয়ে যাই। সে আমার পকেট থেকে টাকা নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু বাসে অনেক মানুষ থাকায় আমার টাকাগুলো নিতে পারে নি। পরে আমার আমার জ্ঞান ফেরার পর আমি ওযু না করেই দুই রাকাত শুকরিয়ার নামায আদায় করি। নামাযের পরে আমার মনে সন্দেহ জাগল যে, আগের ওযু দিয়ে আমার নামায হলো কিনা। তাই হযরতের কাছে জানতে চাচ্ছি যে, অজ্ঞান হওয়ার কারণে কি আমার ওযু নষ্ট হয়ে গেছে? আর আমার উক্ত নামায কি সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
অল্প সময় অজ্ঞান থাকলেও ওযু নষ্ট হয়ে যায়। হাসান বসরী (রাহ.) থেকে বর্ণিত, তিনি বলেন-
فِي رَجُلٍ غُشِيَ عَلَيْهِ وَهُوَ جَالِسٌ، قَالَ: يَتَوَضّأُ.
কোনো ব্যক্তি যদি অজ্ঞান হয়ে যায় এবং সে বসা অবস্থায়ও থাকে তবেও তার ওযু ভেঙে যাবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ২০৯০)
ইবরাহীম নাখায়ী (রাহ.) বলেন-
إِذَا أَفَاقَ الْمُصَابُ تَوَضّأَ.
অজ্ঞান ব্যক্তি জ্ঞান ফিরে পাওয়ার পর (পবিত্রতা অর্জনের জন্য) ওযু করবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ২০৯১)
তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওযু নষ্ট হয়ে গেছে। অতএব পরবর্তী দুই রাকাত নফল নামায ওযুবিহীন পড়ার কারণে তা সহীহ হয়নি। আর ওযু না থাকার কারণে নামায শুরুই হয়নি। তাই ঐ নামাযের কাযাও করতে হবে না।
-কিতাবুল আছল ১/১৪৫, ১৮২; আলবাহরুর রায়েক ১/৩৯; শরহু মুখতাসারিত তাহাবী ১/৩৭৪; ফাতাওয়া তাতারখানিয়া ১/২৫৮; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ১৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم