প্রশ্ন
আমার স্ত্রী খুব বদমেজাজী। সে বিয়ের পর থেকেই আমার সাথে অনর্থক ঝগড়া করে। একবার তার সাথে আমার খুব ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে বলে ফেলি, তোমাকে আমি একেবারে ছেড়ে দিলাম। আমি শুনেছি এভাবে বললে নাকি তালাক হয়ে যায়। এখন আমি জানতে চাচ্ছি, আমাদের কি তালাক হয়ে গেছে? আমাদের একটি মেয়ে সন্তান আছে।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে ‘তোকে একেবারে ছেড়ে দিলাম’ কথাটি বলার দ্বারা তার উপর একটি ‘বায়েন তালাক’ পতিত হয়ে আপনাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন পুনরায় সুষ্ঠুরূপে ঘর-সংসার করতে চাইলে নতুন করে মহর ধার্য করে যথা নিয়মে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এক্ষেত্রে যেহেতু একটি তালাক হয়ে গেছে, তাই ভবিষ্যতে আপনি দুই তালাকের অধিকারী থাকবেন। ভবিষ্যতে কখনো দুই তালাক হলেই আপনাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যাবে। তখন নতুন করে বিবাহের মাধ্যমেও আপনাদের একত্রে ঘরসংসার করা বৈধ হবে না।
উল্লেখ্য, তালাক হচ্ছে বৈবাহিক সম্পর্ক ছিন্নকারী চূড়ান্ত পদক্ষেপ। দাম্পত্য জীবনের সমস্যা জটিল হয় পড়লে সমস্যা নিরসনের সর্বশেষ পথ। তাই অত্যন্ত ভেবেচিন্তে ও পরামর্শ সাপেক্ষে এ পদক্ষেপ গ্রহণ করা উচিত। কথায় কথায় তালাক দেওয়া, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তালাক দেওয়া গুনাহের কাজ। এ থেকে বিরত থাকা কর্তব্য।
-বাদায়েউস সানায়ে ৩/১৭৪, ২৯৫; আলমুহীতুল বুরহানী ৪/৪৩১; ইমদাদুল ফাতাওয়া ২/৪৫৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم