প্রশ্ন
হোঁচট খাওয়ায় পায়ের নখ যদি মরে যায় তাহলে ইহরাম অবস্থায় তা ফেলে দিলে জরিমানা আসবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, ইহরাম অবস্থায় মরা নখ কেটে ফেললে কোনো জরিমানা ওয়াজিব হয় না। কারণ ইহরাম অবস্থায় নিষেধ হল ভালো নখ কাটা । হাদিস শরিফে এসেছে, ইবনে আব্বাস (রা.) বলেন,
إذَا انْكَسَرَ ظُفْرُ الْمُحْرِمِ فَلْيَقُصَّه
‘ইহরাম অবস্থায় কারো নখ ভেঙে গেলে সে তা কেটে ফেলতে পারবে।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১২৯০৩]
ফাতাওয়া খানিয়া ১/২৮৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم