প্রশ্ন
জনৈক ব্যক্তি তার এক ছেলের জন্য ১ লক্ষ টাকার অসিয়ত করেছে। সেখানে সেই ব্যক্তির অন্যান্য ওয়ারিশরাও ছিল। পরবর্তীতে উক্ত ব্যক্তির মৃত্যুর পর কিছু ওয়ারিশ সেই অসিয়ত কার্যকর করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং মিরাস বণ্টন নীতি অনুসারে বণ্টন চাচ্ছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে করণীয় কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ওয়ারিশদের জন্য অসিয়ত কার্যকর হয় না। তবে যদি অন্য ওয়ারিশরা তাতে স্বতঃস্ফূর্ত সমর্থন দেন তখন সেই অসিয়ত কার্যকর করা হয়। হাদিস শরিফে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন-
لا تجوز الوصية لوارث، إلا أن يشاء الورثة
‘ওয়ারিশদের জন্য অসিয়ত কার্যকর নয়। তবে অন্যান্য ওয়ারিশরা যদি অনুমতি দেয় তবে তা বৈধ হবে।’ [সুনানে দারাকুতনী ৪/৯৭]
কাজেই যে সকল ওয়ারিশরা অস্বীকৃতি জানাচ্ছে তাদের অংশে উক্ত অসিয়ত কার্যকর হবে না। বাকিদের অংশে কার্যকর হবে।
রদ্দুল মুহতার ৬/৬৫১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم