প্রশ্ন
কেউ যদি তার বিয়ের মোহর এক টাকা ধরে তাহলে এক টাকাই কি মোহর হিসেবে নির্ধারিত হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
বিবাহের ক্ষেত্রে সর্বনিম্ন মোহর হলো ১০ দিরহাম। আধুনিক হিসেবে দুই তোলা সাড়ে সাত মাশা বা ৩০.৬১৮ গ্রাম রূপা। এক দিরহামের ওজন ৩.০৬১৮ গ্রাম।হাদিস শরিফে এসেছে, আলী (রা.) বলেন-
لاَ مَهْرَ أَقُلَّ مِنْ عَشْرَةِ دَرَاهِمَ
‘দশ দিরহামের নিচে কোন মোহর নেই।’ [সুনানে কুবরা, বাইহাকি, হাদিস: ১৪৭৭৭]
মোহর যদি এক টাকা নির্ধারণ করা হয় তাহলে বিয়ে শুদ্ধ হয়ে যাবে। তবে সেক্ষেত্রে মোহর দিতে হবে মোহরে মিসল অর্থাৎ স্ত্রীর বোন, ফুফুদের মোহর সমপরিমাণ মোহর লাভ করবে। ইবনু মাসউদ (রা.) এক মাসআলায় ফতোয়া দিয়েছিলেন-
أَرَى أَنَّ لَهَا مَهْرَ نِسَائِهَا لاَ وَكْسَ، وَلا شَطَطَ
‘এমন মহিলা মোহরে মিসল পাবে। কমও নয়, বেশিও নয়।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ২৯৬৮০]
আদ্দুররুল মুখতার ৩/১০২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم