প্রশ্ন
আমার বাবা কিছু দিন আগে ইন্তিকাল করেন। ইন্তিকালের আগে তিনি আমার বড় ভাইকে অসিয়ত করেছিলেন যেন তাকে বাড়ির পার্শ্ববর্তী জায়গায় দাফন করা হয়। কিন্তু সবার পরামর্শে তাকে বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়। আমার জানার বিষয় হলো, বাবাকে বাবার অসিয়তকৃত জায়গায় দাফন না করে অন্য জায়গায় করার কারণে কি আমাদের গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে নিকটস্থ কবরস্থানে দাফন করা সহিহ ও শরীয়তসম্মত হয়েছে। এতে আপনাদের কোনো গুনাহ হবে না। কারণ, মায়্যেতকে কোথায় দাফন করা হবে এ ব্যাপারে সে অসিয়ত করে গেলেও তা পূর্ণ করা জরুরি নয়। এ ব্যাপারে মৃতের অসিয়ত কার্যকর হয় না। এছাড়া দাফনের জন্য উপযুক্ত স্থান হচ্ছে কবরস্থান। বিনা ওজরে কোনো স্বতন্ত্র জায়গায় কবর দেওয়া উচিত নয়।
-আলমুহীতুল বুরহানী ২৩/৪০; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৬; ফাতহুল কাদীর ২/১০১; খুলাসাতুল ফাতাওয়া ৪/২৩৫; রদ্দুল মুহতার ২/২২১, ২৩৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم