প্রশ্ন
আমার এক প্রতিবেশী রাতে ইন্তিকাল করেন। রাতেই তাকে গোসল করিয়ে কাফনের কাজ সম্পন্ন করা হয়। ফজরের নামাযের পর সূর্য উঠার আগেই তার জানাযার নামায আদায় করা হয়। তখন এক লোক বললেন, এই সময় জানাযার নামায পড়া ঠিক হয় নি। কেননা ফজরের নামাযের পর সূর্য উঠার আগে যে কোনো নামায পড়া মাকরূহ। তাই আমি জানতে চাচ্ছি, ঐ ব্যক্তির কথা কি ঠিক আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ঐ ব্যক্তির কথা ঠিক নয়। ফজরের নামাযের পর সূর্য ওঠার আগে কোনো নফল পড়া যায় না, কিন্তু জানাযার নামায পড়া যায়; তা পড়া মাকরূহ নয়। হযরত নাফে (রাহ.) বলেন-
أَنّ ابْنَ عُمَرَ كَانَ يُصَلِّي عَلَى الْجِنَازَةِ بَعْدَ الْعَصْرِ، وَبَعْدَ الصّبْحِ إِذَا صُلِّيَتَا لِوَقْتِهِمَا.
আছর ও ফজরের নামাযের পর হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) জানাযার নামাযে অংশগ্রহণ করতেন। যদি জানাযা এই দুই নামাযের ওয়াক্তের মধ্যে পড়া হত। (মুআত্তা ইমাম মুহাম্মাদ, হাদিস: ৩১৩)
মা‘মার (রাহ.) হাসান বসরী ও কাতাদা (রাহ.) থেকে বর্ণনা করেন-
عَنِ الْحَسَنِ، وَقَتَادَةَ كَانَا يُصَلِّيَانِ عَلَى الْجَنَائِزِ بَعْدَ الْعَصْرِ وَالصّبْحِ مَا كَانَا فِي وَقْتٍ.
ফজর ও আছরের নামাযের পর এই দুই নামাযের ওয়াক্ত বাকি থাকলে জানাযার নামায পড়তেন। (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৬৫৬২)
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ফজরের নামাযের পর সূর্য ওঠার আগে জানাযার নামায পড়ার কারণে আপনাদের নামায মাকরূহ হয়নি। ফজরের সময় থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত নফল পড়া যায় না বলে জানাযাও পড়া যাবে না- এমন ধারণা করা ঠিক হয়নি। মাসআলা বিজ্ঞ আলেম থেকে জেনে নিয়ে আমল করা উচিত। নিজ থেকে ধারণা বশত আমল করা বা মন্তব্য করা থেকে বেঁচে থাকা কর্তব্য।
-কিতাবুল আছল ১/১২৬; তাবয়ীনুল হাকায়েক ১/২৩২; ফাতহুল কাদীর ১/২০৭; খুলাসাতুল ফাতাওয়া ১/৬৮; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৭; শরহু মুখতাসারিত তাহাবী ১/৫৪৩; শরহুল মুনইয়া, পৃ. ২৩৮; তুহফাতুল ফুকাহা ১/১০৬; রদ্দুল মুহতার ১/৩৭৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم