প্রশ্ন
জনৈক ব্যক্তি থেকে আমি একটি বই ক্রয় করেছি ১২০০ টাকা দিয়ে। সেই বই অন্য আনেকজন বিক্রি করছে ১০০০ টাকা দিয়ে। আমি আমার বিক্রেতাকে তা জানালে বলে, ১২০০ টাকার কমে তা বিক্রি করা সম্ভব না। আপনি ইচ্ছা করলে তা ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারেন। আমি উক্ত বইয়ের সামান্য কিছু ক্ষতি করে ফেলেছি। তাই চাচ্ছি, সেই বইয়ের অন্য কপি ফেরত দিয়ে টাকা নিয়ে নিব। এটা কি আমার জন্য বৈধ হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ক্রয় বিক্রয়ের পর কোনো কারণ বশত উক্ত চুক্তি ভেঙ্গে দেওয়ার সুযোগ শরিয়তে রয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
مَنْ أَقَالَ مُسْلِمًا أَقَالَهُ اللَّهُ عَثْرَتَهُ
‘যে ব্যক্তি অনুতপ্ত মুসলিম ক্রেতার সাথে ইকালা করবে অর্থাৎ পূর্বের বিক্রির সমমূল্যে পণ্য ফেরত নিবে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন।’ [সুনানে আবী দাউদ, হাদিস: ৩৪৬২]
তবে এক্ষেত্রে যে পণ্যের উপর ক্রয় বিক্রয় চুক্তি সংঘটিত হয়েছে সেই পণ্যই ফেরত দিতে হবে। তার পরিবর্তে অন্য পণ্য ফেরত দেওয়া বৈধ হবে না।
আদ্দুররুল মুখতার ৫/১২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم