প্রশ্ন
আমি একটি মসজিদের মুআজ্জিন। আমি মাঝে মাঝেই ওযু ছাড়া আযান দিয়ে পরে ওযু করতে যাই। এ কারণে অনেকে জিজ্ঞাসাবাদ করে আমি কেন ওযু ছাড়া আযাদ দেই। তো আমার জানার বিষয় হলো, ওযু ছাড়া আযান দিলে কি কোনো সমস্যা হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, কোনো সমস্যা নেই। ওযু ছাড়া আযান দিলেও আযান সহিহ হয়ে যায়। হযরত ইবরাহীম নাখায়ী (রাহ.) বলেন-
لَا بَأْسَ بِأَنْ يُؤَذِّنَ المُؤَذِّن، وَهُوَ عَلَى غَيْرِ وُضُوءٍ.
মুআজ্জিন যদি ওযু ছাড়া আযান দেয় এতে অসুবিধা নেই। (কিতাবুল আছার, বর্ণনা: ৫৮)
তবে ওযু অবস্থায় আযান দেওয়া সুন্নত। তাই ওযুসহ আযান দেওয়ার প্রতি যত্নবান হওয়া উচিত। হযরত আতা (রাহ.) থেকে বর্ণিত, তিনি বলেন-
حَقّ، وَسُنّةٌ مَسْنُونَةٌ، أَنْ لَا يُؤَذِّنَ مُؤَذِّنٌ إِلّا مُتَوَضِّئًا.
আযানের সুন্নত তরীকা হল মুআজ্জিন ওযু অবস্থায়ই আযান দেবে। (মুসান্নাফে আব্দুর রায্যাক, বর্ণনা: ১৭৯৯)
-কিতাবুল আছল ১/১১০; বাদায়েউস সানায়ে ১/৩৭৪; আলবাহরুর রায়েক ১/২৬৩; তাবয়ীনুল হাকায়েক ১/২৪৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৪: খুলাসাতুল ফাতাওয়া ১/৪৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم