প্রশ্ন
কিছু দিন আগে আমি একটি রোযা রেখেছিলাম। দুপুরে একটি কাজে বাহিরে গিয়েছিলাম। বাহির থেকে ফেরার সময় ভুলে রাস্তা থেকে এক গ্লাস শরবত কিনে পান করে ফেলি। বাসায় আসার পরে আমার মনে পড়ে যে, আমি রোযা ছিলাম। পরে বাকি দিন আমি না খেয়েই অতিবাহিত করি। আমার জানার বিষয় হলো, আমার উক্ত রোযা কি সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হ্যা, আপনার উক্ত রোযাটি সহিহ হয়েছে। সুতরাং এর কাযা করতে হবে না। কেননা রোযাদার ভুলবশত কিছু খেলে বা পান করলে রোযা নষ্ট হয় না। চাই তা ফরয রোযা হোক বা নফল রোযা।
হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, (সা.) বলেছেন-
إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ، فَلْيُتِمّ صَوْمَهُ، فَإِنّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ.
রোযাদার ভুলে পানাহার করে ফেললে সে তার রোযাকে পূর্ণ করবে। কেননা আল্লাহ তাআলাই তাকে পানাহার করিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস: ১৯৩৩)
-আলবাহরুর রায়েক ২/২৭১; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৩; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪৪৯; আলইখতিয়ার ১/৪১২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم